Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে তিলনা

সাপাহার উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো তিলনা ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ তিলনা ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম– ৩নংতিলনা ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন– ৫৮(বর্গকিঃমিঃ)

গ) লোকসংখ্যা– ২২৯৫৮জন(প্রায়) (২০১১সালের আদমশুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা– ৪৩টি।

ঙ) মৌজার সংখ্যা– ৩৪টি।

চ) হাট/বাজার সংখ্যা-১টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– ভুটভুটি/ভ্যান।

জ) শিক্ষারহার– ৪৯%।(২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    কলেজ- ০১টি,

    প্রাথমিকবিদ্যালয়- ২২টি,   

    উচ্ বিদ্যালয়ঃ ৫টি (বালিকা উচ্চ বিদ্যালয়-০১টি),

    মাদ্রাসা- ৪টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান–জনাবআব্দুর রহমান

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- নাই।

ট) ঐতিহাসিক/পর্যটনস্থান– নাই।

ঠ) গ্রাম সমূহের নাম–

             তিলনা ধন্টিপাড়া         চাঁচাহার                  ইলিমপুর                        বিদিরপুর

             তিলনা দিঘীপাড়া         চ্যাংকুড়ি                  দেওপাড়া                       বাবুপুর

             তিলনা বোরামপাড়া    তিলনা চক               ছোট-তেতুলিয়া                 ওড়নপুর

             তিলনা বাজারপাড়া     বারদোয়াশ              পদলপাড়া                        বাদ-দমদমা

             তিলনা হিন্দুপাড়া         বাদ-উপরইল           হোসেনডাঙ্গা                    দোকুড়ি পাড়া

             নারায়নপু্র               দোয়াশ                    জামালপুর

             গোটপাড়া              সুতারপাড়া                  ভাগপারুল

            অনাথপুর                 জিনারপুর                   হরিপুর

            সন্দুরা                     মামুরিয়া                     চন্দুরা

          বেহেতড়                    চকগোপাল             উত্তর কোলাপাড়া

ণ) ইউনিয়নপরিষদজনবল–

               ১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব– ১জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ– ৯জন।